জাতিসংঘের অনুসন্ধানী দলের সাথে কথা বললেন না জামায়াত, সেনাবাহিনী , ও ডিজিএফআই

 জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলকে সাক্ষাৎকার তো দুরের কথা দেখাও করতে চায়নি সেনাপ্রধান ও ডিজিএফআই প্রধান। তাদের দেখা না করার বিষয়টি অনুমিত।


তবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন, তাঁদের সাক্ষাতকারও নিয়েছেন। কিন্তু জামায়াত, শিবিরের কেউ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে কোন ধরনের সহযোগিতা এমনকি দেখা কবতেও রাজি হয়নি। যেটা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি পতিত ফ্যাসিষ্ট হাসিনার ক্ষমতায় উচ্ছিষ্টভোগি জাপার নেতারাও তদন্ত দলকে সহযোগিতা করেছে,তথ্য দিয়েছে। কিন্তু জামায়াত কেন জাতিসংঘের তদন্ত দলকে অসহযোগিতা করলো। হাসিনার পনের বছরের শাসনামল তো দলটির জন্য বিভীষিকাময় ছিলো। তারপরও কেন তাদের এমন রহস্যময় আচরণ। 



 



Post a Comment

Previous Post Next Post